লোহাগড়ায় বর্ষবিদায়-বর্ষবরণ উপলক্ষে লোকজমেলা
কাজী আশরাফ লোহাগড়া(নড়াইল) : বাঙলা বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে লোহাগড়ায় বেলুন ফাঁটানো, ঝরাপাতা-ঝরাফুল, কলাগাছে চড়া, হাড়িভাঙ্গা, বালিশবদল, চিত্রাঙ্কনসহ তিনদিনব্যাপী লোকজমেলা শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান। লোকজমেলায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোকতার হোসেন, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বশিরুল হক, লতিফা বেগম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল হাসান, সাংবাদিক কাজী আশরাফ, ওবায়দুর রহমানসহ এলাকার গুনীজন। এর আগে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের রঙতুলির আঁচড়ে পহেলা বৈশাখের নান্দনিকতাসহ নদ-নদী, প্রকৃতিসহ নানান আবহ ফুঁটে ওঠে। আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নিশাত জানায়, রঙতুলিতে পহেলা বৈশাখের আগমনি বার্তা তুলে ধরার চেষ্টা করেছি। এমন উৎসব সত্যিই আনন্দের।
রোববার,সোমবার ও মঙ্গলবার তিনদিনব্যাপী এ আনন্দ-উৎসবে ছোটদের পাশাপাশি বড়দের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দিপনা। উৎসবে পুরুষদের জন্য কলাগাছে চড়া ও হাড়িভাঙ্গা, স্কুল-কলেজের ছাত্রীদের বালিশ বদল, ঝরাপাতা-ঝরাফুল ও বেলুন ফাঁটানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কৃষক-শ্রমিক, শিশু-কিশোরসহ বিভিন্ন পেশার মানুষের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এ মেলায়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা, পান্তা-ইলিশ ভোজন, কবিগান, জারিগান, অভিনয়, কৌতুক, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।