নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ

noboborso1422রুহুল আমিন,নওগাঁ : নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ষবরণ উৎসব ১৪২২। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও জেলা প্রশাসক এনামুল হকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেদী উল হাসান সহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খানসহ জেলা প্রশাসন, প্রাক্তন অধ্যাপক ও কবি আতাউল হক সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালীতে গ্রামীণ লোকজ ঐতিহ্য তুলে ধরে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন অংশ নেয়। পরে পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *