চিতলমারীতে বর্ষবরণ অনুষ্ঠান
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বাঙালির ঐতিহ্য সাংস্কৃতিকে ধরে রাখতে বর্ণাঢ্য র্যালী ও পান্থা ইলিশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭ টায় উপজেলার প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগে বাঙালির সাংস্কৃতি নানা আয়োজনে পালন করা হয়। অনুষ্ঠানটি চিতলমারী দলিল লেখক সমিতি, বঙ্গবন্ধু মহিলা মহা বিদ্যালয়, শেরে বাংলা ডিগ্রী কলেজ ও চিতলমারী এস,এম মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে পালন করেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানে যোগদানকারী ক্ষোভের সাথে জানিয়েছেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের র্যালীতে অংশ গ্রহণ করিয়ে সরকারী কর্মকর্তারা শুধুই মাত্র তারা পান্তা ইলিশ খেয়ে অনুষ্ঠানটি পালন করে।