শিক্ষার মেরুদন্ড ভেঙে দিচ্ছেন যে শিক্ষক
ভ্রাম্যমান প্রতিনিধি : খুলনার দাকোপ উপজেলার গড়ইখালী পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রশিদ মোড়ল, বেলা দুইটার সময় স্কুল ছুটি দিয়ে বাড়িতে যাওয়ার সময় তাকে ২টা ২৭ মিনিটে রাস্তায় দেখা যায়। উক্ত শিক্ষকের নিকট স্কুলের উপস্থিতি ও প্রস্থানের সময় সূচি জানতে চাইলে তিনি জবাবে বলেন যে, স্কুলের আসা-যাওয়ার বিষয়টি আমাদের ব্যক্তিগত ব্যাপার। এ কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা একজন অভিভাবক বলেন, এই স্কুলের মাষ্টার আব্দুর রশিদ, শিক্ষক নামের একজন প্রতারক। সে প্রতিদিন ১২ টার পরে স্কুলে আসে আর ২টার আগেই চলে যায়। তার এই অবহেলার কারণে ছাত্র-ছাত্রীরা স্কুলে আসা তো দুরের কথা তারা স্কুলে আসার কথা ভুলেই গেছে। আমরা বি.টি.ভি. এর পর্দায় দেখে থাকি শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষাই জাতির ভবিষ্যৎ। এই যদি হয় শিক্ষকদের অবস্থা তাহলে কোথায় জাতির মেরুদন্ড, কোথায় জাতির ভবিষ্যৎ। এ ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে যা আগামীতে প্রকাশ করা হবে।