শার্শায় গরুর হাট দখলকে কেন্দ্র করে আ’লীগের দু গ্রুপের সংঘর্ষ : বোমা ও গুলিতে আহত ৭
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাঁগআচড়া বাজারে গরু হাট দখলকে কেন্দ্র করে আজ সোমবার রাতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে বোমা ও গুলি বর্ষনে ৭ জন গুরুতর আহত হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, গরু হাট দখলকে কেন্দ্র করে আজ (১৩ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে শার্শা উপজেলার আওয়ামীলীগ নেতা ধাবক গ্রুপের শফিকুল তার এক সংগী নিয়ে মোটর সাইকেল যোগে যশোরে যাওয়ার পথে বকুল চেয়ারম্যান গ্রুপের মহিদুল,তালেব ও টুটুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী শফিকুলকে লক্ষ্য করে গুলি করলে সে গুরুতর আহত হয়। এ খবর বাজারে ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ ধাবক গ্রুপের লোকজন বকুল চেয়ারম্যানের লোকজনদের ধাওয়া করলে সংঘর্ষ সৃস্টি হয়। উভয় গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি গুলি বর্ষন ও বোমা বিস্ফোরনে ৭ জন গুরুতর আহত হয়। এ সময় আতংকে লোকজন নিরাপদ আশ্রয়ে ছোটছুিট করে। সংগে সংগে দোকানপাট বন্ধ হয়ে যায়।
আহতরা হচ্ছে উপজেলা আওয়্মাীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আ: হাই সহ জিয়াদ আলী, সঞ্জিব স্বর্ণকার,বারিক আলী, তালেব, ও মহিদুল। আহতদের স্থাণীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল সহ বিভিণœ ক্লিনিকে ভর্তি করা হযেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় বলে পুলিশ জানায়। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হযেছে।