ছিনতাইকৃত ১১ লাখ টাকা উদ্ধার ও ক্লিয়ারিং হাউজ স্থাপনের দাবিতে বেনাপোলে ৭ সংগঠনের মানববন্ধন
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার ও সোনালী ব্যাংকের পূর্ণাঙ্গ ক্লিয়ারিং হাউজ স্থাপন এবং শুল্কভবনে বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপনের দাবিতে আজ সোমবার সকাল ১১টায় বেনাপোল কাষ্টম হাউজের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশনসহ ৭ টি ব্যবসায়ী সংগঠন।
গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে বেনাপোল লোকাল বাসস্ট্যান্ডের কাছে সোনালী ব্যাংকের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে রাতুল ইন্টারন্যাশনাল নামের এক সিএন্ডএফ ব্যবসায়ীর কর্মচারীর কাছ থেকে দূর্বৃত্তরা ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার ৭ দিন পার হলেও এখনো পর্যন্ত দূর্বৃত্তদের আটক বা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনার প্রতিবাদে আজ সকালে বেনাপোলের ৭ টি ব্যবসায়ী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেনাপোল কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, তাদের টাকা উদ্ধার না হলে বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করা হবে এবং আগামী রোববার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধসহ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।