সাংবাদিক মিজানুরের উপর নির্যাতনের প্রতিবাদ এবং তার মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় সংবাদিক সংস্থার নেতৃবৃন্দ

protibadদৈনিক প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান প্রধান, মহাসচিব এ্যাড. লুৎফর রশিদ রানা, সহ-সভাপতি মো: ফজলুল হক, সহ-সভাপতি রতন রায়, সহ-সভাপতি এস.এম. সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব শাজাহান মোল্লা, সহকারী মহাসচিব মো: আলতাফ হোসেন, সহকারী মহাসচিব কাজী সিরাজুল ইসলাম, সাংগঠনিক সচিব আবুল বাশার মজুমদার, অর্থ সচিব শাহাদাত হোসেন রিটন, মহিলা ও গণশিক্ষা সচিব মাজাহারুন্নেছা পাপিয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সচিব মুহাম্মাদ আবু হানিফ খান। সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ সাংবাদিক মিজানুর রহমানকে সাজানো মামলায় কারাগারে আটক রাখায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে মিজানুর রহমানের নি:শর্ত মুক্তি দাবি করেন। এদিকে সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ সাংবাদিক হয়রানি, নির্যাতন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিক হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে পেশাগতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান। সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকগণের সংগঠন সম্পাদক পরিষদের সভার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। উল্লেখ্য যে, দেশের বিপন্ন-বিপদগ্রস্থ মানুষজন বিপদ থেকে প্রতিকার চাইতে সাংবাদিককেই খোজে। গ্রাম থেকে শহর পর্যন্ত যেকোনো বয়সের মানুষ গণমাধ্যমকেই তাদের ভরসা হিসেবে দেখে থাকেন। কিন্তু আজ সেই গণমাধ্যমের কর্মীরাই প্রায়শই বিপন্ন-বিপদ গ্রস্থ হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তির:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *