আদমদীঘিতে মসজিদের জায়গা নিয়ে বিরোধ : মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

bg santaআদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামে একটি মসজিদের জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ ওই মসজিদ কমিটির কয়েকজন মুসলিল্লদের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানী ও নানা রকম হুমকী ধামকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী সহ শতাধিক মুসল্লি¬র যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ এনে রবিবার সকাল ১০ টায় সান্তাহার প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত অভিযোগ পত্র পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আতোয়ার রহমান। অভিযোগে বলা হয় জাহানাবাজ গ্রামের মৃত ডাঃ আব্দুল গনি তার জীবদ্দশায় ওই গ্রামে একটি মসজিদ নির্মাণ করার জন্য ৪ শতক জমি দান করে নিজ অর্থে ও গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করে। মসজিদটি নির্মাণ কাজ শেষ না হতেই আব্দুল গণি মারা গেলে মুসলিল্লরা তার ছেলে মামুনুর রশিদকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করে মসজিদের নির্মাণ কাজ চালিয়ে আসছেন। এমতাবস্থায় মসজিদের অযু খানা নির্মাণের জন্য মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় কমিটির সভাপতি মৃত আব্দুল গণির ছেলে মামুনুর রশিদকে মসজিদ সংলগ্ন দেড় শতক জায়গা জমি দান করার অনুরোধ করলে মামুনুর রশিদ দেড় শতক জমি মসজিদের নামে দান করেন এবং অযু খানা নির্মাণ কাজ শুরু করা হয়। এর মধ্যে সভাপতি মামুনুর রশিদের বড় বোন জেসমিন আরা শুভ এবং ভগ্নিপতি সামছুল হুদা তুহিন নির্মাণ কাজে বাধা দান করে এবং কাজ বন্ধ করে দিয়ে তার ভাই মামুনুর রশিদকে জমি ফেরত নেয়ার জন্য আদালতে একটি মামলা দায়ের করায়। এছাড়া উক্ত জেসমিন তার একটি মোবাইল (ট্যাব) চুরির অভিযোগে মসজিদ কমিটির সেক্রেটারী সভাপতি সহ ৮ জন মুসল্লি¬কে সন্দেহ ভাজন হিসাবে থানায় একটি অভিযোগ করেন। এক পর্যায়ে উক্ত মসজিদ কমিটির মুসল্লি¬রা মিথ্যা মামলা বন্ধ ও মসজিদের জায়গা রক্ষার দাবী জানিয়েছে। এ সংবাদ সম্মেলনে সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য মোজাহার হোসেন, হাবিবুর রহমান, নূর মোঃ বাচ্চু, বিদ্যুৎ হোসেন, শামীম হোসেন, জিয়াউর রহমান, জীবন হোসেন, রেজাউল ইসলাম, বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *