লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাজী আশরাফ লোহাগড়া(নড়াইল) : নড়াইল লোহাগড়া শহরের বাকা-সিংগা গ্রামের মাঠে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাসীর আয়োজনে শুক্রবার (১০-মার্চ) বিকাল ৩ টার দিকে বি এম বুলবুল ইসলাম এর সভাপতিত্বে ও সরদার আব্দুল হাই এর পরিচালনায় এ প্রতিযোগিতায় নড়াইলসহ পার্শ্ববর্তী জেলা থেকে মোট ২১টি ঘোড়া অংশগ্রহন করে। পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় ১৩ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে মোহাম্মদপুরের মোঃ আতিয়ার হোসেনের ঘোড়া, ১২ পয়েন্ট পেয়ে ২য় স্থান অধিকার করে ঝাউডাঙ্গার মোঃ সাদ্দাম হোসেনের ঘোড়া এবং ৫ পয়েন্ট পেয়ে ৩য় স্থান অধিকার করে অভয়নগরের হারুনের ঘোড়া। পরে বিজয়ী ঘোড়ার মালিকদের মাঝে ১ম পুরস্কার ৬ হাজার টাকা, ২য়পুরস্কার ৪ হাজার টাকা, ৩য় পুরস্কার ২ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ১হাজার টাকা এবং ৫ম,৬ষ্ঠ,৭ম ও ৮ম স্থান অধিকারী ঘোড়ার মালিকেদের ৫শত টাকা করে পুরস্কার দেয়া হয়। ছুটির দিনে পড়ন্ত বিকেলে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার দর্শক।