শেরপুরের পথে কামারুজ্জামানের মরদেহ

Karagar2ঢাকা: জামায়াত নেতা কামারুজ্জামানের মরদেহ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হয়েছে। ডিএমপির নম্বরবিহীন লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তার মরদেহ এখন নেয়া হচ্ছে শেরপুরে। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা মেট্রো ছ- ৭১-১২০৬ নম্বরের একটি অ্যাম্বুলেন্স বের হওয়ার পর ওই অ্যাম্বুলেন্সটি মরদেহ নিয়ে কারাগার থেকে বের হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে রাত ১০টা ৩১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই যুদ্ধাপরাধীর। শেরপুরের সোহাগপুরে ১২০ জনকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলে দণ্ডিত হলেন তিনি।
এর আগে কামারুজ্জামানের মরদেহ কারাকর্তৃপক্ষ ঢাকা জেলা প্রশাসককে বুঝিয়ে দেয়। এরপর জেলা প্রশাসক মরদেহ ডিএমপির হাতে হস্তান্তর করে।
পরে গাজীপুর পুলিশের নিরাপত্তায় মরদেহ ময়মনসিংহ পুলিশের কাছে দেয়া হবে। ময়মনসিংহ পুলিশ শেরপুর পুলিশের কাছে হন্তন্তর করবে। এরপরই মরদেহটি প্রশাসনের সহযোগিতায় দাফনের প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *