আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেগমগঞ্জের উঃ নাজিরপুরে সম্পত্তি দখল

noakhali ussed
নোয়াখালী বেগমগঞ্জের উঃ নাজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টিসন বাহিনীর প্রধান ছায়েদ উল্যা টিসনের জমি দখল করার দৃশ্য। ইনসেটে সন্ত্রাসী ছায়েদ উল্যা টিসন।

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জের উঃ নাজিরপুর রুস্তম কেরানী বাড়ীর মৃত আবদুল জব্বার মিয়ার পুত্র জয়নাল আবদীন খোকন এর সম্পত্তি ১৭১নং নাজিরপুর মৌজার ১৭২নং ও ৯৭নং খতিয়ানের অধীনে ২৪৩/ ২৪৪/ ২৪৫/ ৪০১/ ৪০৫/ ৪০৬/ ৪৪৭/ ৪১১/ ৩৫৯/ ৪০৮ দাগের জমি স্থানীয় সন্ত্রাসীরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি জবর দখল করে। ঘটনাটি ঘটে ৭ এপ্রিল ২০১৫ রাত্র অনুমান ২ ঘটিকার সময় উত্তর নাজিরপুর মাদরাসার সামনে। স্থানীয় সূত্রে জানা যায় উঃ নাজিরপুর রুস্তম কেরানী বাড়ীর মৃত আবদুল জব্বার মিয়ার পুত্র জয়নাল আবদীন খোকন এর কাছে দীর্ঘদিন যাবৎ স্থানীয় সন্ত্রাসী টিসন বাহিনীর প্রধান ছায়েদ উল্যা টিসন এর নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা না দিলে সন্ত্রাসীরা খোকনের পরিবারের সদস্যদের প্রাণ নাশ ও জমি দখল করবে বলে হুমকি ধমক প্রদান করে। পরবর্তীতে চাঁদা দিতে অস্বীকার করায় জয়নাল আবদীন খোকনের ডি.পি খতিয়ান উল্লেখ করে টিসন বাহিনীর প্রধান ছায়েদ উল্যা টিসন নিজ নামে ভুয়া কাগজপত্র সৃজন করে। যার ডি.পি নং-৫৯৪, খতিয়ান নং-৯৭। পরবর্তীতে ভুয়া কাগজপত্রের বিরুদ্ধে জয়নাল আবদীন খোকন গং বাদী হয়ে যুগ্ম জেলা জজ ২য় আদালত, নোয়াখালীতে দেওয়ানী ১৬/২০১৪নং মোকদ্দমা দায়ের করে। বিজ্ঞ আদালত কাগজ পত্রের আলোকে বিগত ২৯/০৩/২০১৫ইং তারিখে নিষেধাজ্ঞা জারী করে। কিন্তু বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিগত ৭ এপ্রিল ২০১৫ইং রাত্র অনুমান ২.০০ ঘটিকার সময় টিসন বাহিনীর প্রধান ছায়েদ উল্যা টিসন উক্ত জায়গায় ঘর নির্মান করে। ইতি পূর্বেও তার নামে জালজালিয়াতির প্রায় অর্ধ ডজন মামলা চলমান আছে। …………চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *