অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলে ১৩ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি : অবৈধপথে ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে বেনাপোলের পুটখালি সীমাšত থেকে বাংলাদেশী ১৩ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

২৩ বিজিবির পুটখালি ক্যাম্পের ইনচার্জ শামসুর রহমান জানান, সকালের দিকে বিপুল সংখ্যক নারী শিশু ভারতে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন নারী ও ৪ জন পুরুষকে আটক করা হয়।

আটক নারী-পুরুষরা হচ্ছে -খুলনার যতিন্দ্ররায়ের ছেলে উজ্জ্বল রায় (৪২), উজ্জ্বল রায়ের স্ত্রী সাথী রায় (২৭), প্রফুল্ল রায়ের ছেলে রবি রায় (৭০), রবি রায়ের স্ত্রী চম্পা রানী (৫৫), কালিপদের স্ত্রী দিপালী রানী (৫৫), বাগেরহাটের নূর মোহাম্মদের স্ত্রী কদবানু (৫০), কালাচাঁন সরকারের স্ত্রী চারুলতা সরকার (৩৫), গৌরপদের স্ত্রী সুমিত্রা (৬০), যশোরের ওসমান আলীর ছেলে জাকির হোসেন (২০), পিরোজপুরের নবীন্দ্রনাথের ছেলে লিটন বাওয়ালী (২৭), সনাতন গাইনের স্ত্রী পারুল গাইন (৩৭), মনিন্দ্র রায়ের স্ত্রী কমলা রায় (৬৫) ও রবীন্দ্রনাথের স্ত্রী আরতী বওয়ালী (৩৭)।

বিজিবি সদস্যরা আটক নারী পুরুষদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। তাদের বিরদ্ধে অবৈধ পারাপার আইনে (১১ সি) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *