৮ ঘণ্টা পর ওয়ার্কার্স পার্টির নেতা উদ্ধার

Munshigonj2মুন্সীগঞ্জ: অপহরণের ৮ ঘণ্টা পর বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ও ঢাকার রামপুরা থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তপন সাহাকে (৩৫) মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
ঢাকা থেকে অপহৃত তপন সাহাকে সদর উপজেলার কাটাখালি এলাকার একটি মাঠ থেকে বৃহস্পতিবার রাত ২টার দিকে উদ্ধার করে পুলিশ।
তপন সাহা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে পাঞ্জাবি কিনতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানে আসেন তিনি। গোলাপ শাহ মাজারের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ১৮-২০ বছরের পাঁচ কিশোর তাকে মাক্রোবাসে তুলে এবং চোখ বেঁধে ২-৩ ঘণ্টা পর অজ্ঞাত একটি বালির মাঠে নিয়ে আসে। ওখানে আরও কিছু লোক ওদের সঙ্গে জড়ো হয়।
তিনি আরও জানান, এ সময় তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। এরমধ্যে তার বিকাশ একাউন্ট থেকে ২৫ হাজার টাকা নিয়ে নেয় তারা। পরে পরিবার ও আত্মীয় স্বজনেকে ফোন করা হয়। কিন্তু রাতে টাকা পেতে বিলম্ব হওয়ায় এক পর্যায়ে তার মোবাইল সেটটি নিয়ে অপহরণকারীরা চলে যায়। রাত ২টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তপন সাহাকে উদ্ধারকারী মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ পেয়ে তপন সাহাকে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালি এলাকার একটি বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়। পরে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাকে তাদের হতে তুলে দেয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *