সাপাহারে শিশু বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কমিটি গঠন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে শিশুবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় রামাশ্রম দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় শিশু বিকাশ কেন্দ্র (এসবিকে) সার্কেল ও পাতাড়ী ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবী আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতাড়ী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, রামাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ, ইউপি সদস্য ইউসুফ আলী, ইউপি সদস্য নাজিরা খাতুন, আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার আনসার আলী, নুরুন্নাহার বেগম, বে-সরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার রাজু আহাম্মেদ, প্রোগ্রাম মনিটরিং অফিসার আহসানুজ্জামান, বিএসডিওর স্পন্সর অফিসার দেলোয়ার হোসেন, বিডিওর প্রোগ্রাম অফিসার শামসুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে আব্দুল হান্নান কে সভাপতি ও আব্দুল মালেক কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শিশু বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়।