চুয়াডাঙ্গায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান; প্রায় ৯৩ লক্ষ টাকার অবৈধ ভারতীয় শাড়ীসহ ১টি ট্রাক আটক
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১টি ট্রাক ও ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ীসহ ৯২ লাখ ৭১ হাজার ৪০০টাকা মূল্যের পন্য আটক করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল এস.এম.মনিরুজ্জামান বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, তার নেতৃত্বে ও সুবেদার কাজী রবিউল আওয়ালসহ একদল বিজিবি সদস্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে মাগুড়া জেলার সদর থানার ভায়নার মোড় হতে ঢাকাগামী (ঢাকা মেট্রো-৬-১৪৪৮১৫) ট্রাক তল্লাশী করে ১০০টি ভারতীয় উন্নতমানের শাড়ী, ৭৮৮ টি উন্নত মানের থ্রি-পিচ এবং ০১ টি টাটা ট্রাক আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯২ লাখ ১৬হাজার টাকা। এদিন সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদস্যরা মেদেনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার সামছুল আরেফিন অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেদেনীপুর আইসিপি এলাকা হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। গত বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর টহল কমান্ডার সুবেদার আবুল হোসেনসহ একদল বিজিবির সদস্য অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া আমবাগান হতে ১৪ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৪০০ টাকা। আটকরা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দর্শনা কাষ্টম অফিসে জমা করা হয়েছে।