সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু : কর্মকর্তা লাঞ্চিত

logo doctor ovijogসাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে আব্দুল খালেক (৪৫)নামের এক রোগীর মৃত্যু  হলে রোগীর লোকজন হাসপাতাল চত্ত্বর এলাকায় বিক্ষোভ প্রদর্শনসহ স্বাস্থ্য কর্মকর্তাকে লাঞ্চিত করেন।
জানা গেছে ভোরে উপজেলার গৌরীপুর গ্রামের মৃত কছিমুদ্দীন এর পুত্র বর্তমান সাপাহার সদর মাষ্টার পাড়ার আব্দুল খালেক ফজরের নামাজের সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় জরুরী বিভাগে কোন ডাক্তার না থাকায় কর্তব্যরত পিওন ওয়ার্ডবয় তাকে চিকিৎসা সেবা দিতে থাকে। রোগীর লোকজন ছোটাছুটি করেও তাৎক্ষনিক রোগীর নিকট কোন ডাক্তার না আসায় ভোরেই বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। এতে করে রোগীর লোকজন ক্ষোভে ফেটে পড়ে ও হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিভাষ চন্দ্র মানি তার কোয়ার্টার হতে বের হয়ে এলে উত্তেজিত জনতা তাকে লাঞ্চিত করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন মিঞা ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: বিভাষ চন্দ্র মানির সাথে কথা হলে তিনি জানান যে, প্রথম হতেই শরিফুল ইসলাম নামের একজন মেডিক্যাল অফিসার ওই রোগীর চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। জরুরী বিাভাগে প্রাথমিক চিকিৎসার পর নিয়মানুসারে তাকে ওয়ার্ডের ১০নং বেডে ভর্তি করা হয়। ভর্তি অবস্থায় সকাল সোয়া সাতটার দিকে তার মৃত্যু হলে রোগীর লোকজন মিথ্যে ধুয়া তুলে পরিস্থিতি ঘোলাটে করে এলাকায় উত্তেজনার সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *