লোহাগড়ায় মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে : নেই পুলিশি তৎপরতা

logo ain adalotলোহাগড়া, নাড়াইল : নড়াইলের লোহাগড়ায় প্রকাশ্যে এজাহারভূক্ত আসামীরা ঘুরে বেড়ালেও অদৃশ্য ইশারায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলাধীন নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারী গ্রামের মো: আমির হোসেনের ছেলে কাজী শরিফুল ইসলাম(৩৫) ও একই গ্রামের কাজী শফিউদ্দিনের ছেলে কাজী মনিরুজ্জামান কে গত ২২/১১/২০১৪ ইং তারিখ বিকাল অনুমান ৪টার সময় নোয়াগ্রাম পশ্চিমপাড়া নতুন মসজিদের নিকট ওৎ পেতে থাকা ২০-২৫ জনের একদল সন্ত্রাসীরা দেশীও ধারালো অস্ত্র ও লাঠিশোঠা দিয়ে গুরতর জখম করে। আহত শরিফুল ও মনিরুজ্জামান-কে প্রথমে  লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নং ২২, তারিখ-২৪.১১.২০১৪ ইং। মামলার বাদি মো: আমির হোসেন সাংবাদিকদের বলেন, “আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের প্রতিনিয়ত মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে”। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই খায়রুল আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, “মামলার কিছু আসামী হাজতে, কিছু জামিনে এবং কিছু আসামী পলাতক আছে”। আরো বলেন, “আমি বর্তমানে ঢাকায় আছি সেই সুযোগে হয়ত আসামীরা বাড়িতে আসতে পারে, ওসি স্যারের সাথে কথা বলে আসামীদের ধরার ব্যবস্থা করছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *