বাগেরহাটের ফকিরহাটে নববধুর আত্মহত্যা
ফকিরহাট, বাগেরহাট : বিয়ের দেড়মাস অতিবাহিত হতে না হতেই শারমিন আক্তার (১৮) নামের এক নববধু
আত্মহত্যা করেছে। ঘটনাটি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা গ্রামে ঘটেছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার রাত ১১টার দিকে মানসা গ্রামের
মো: হুমায়ুন মোড়লের স্ত্রী শারমিন আক্তারকে পরিবারের লোকজন ঘরের আড়ার
সাথে ঝুলে থাকতে দেখে
তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। মৃতের পারিবারিক সূত্র জানায়, ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা এ
রির্পোট লেখা পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিনের প্রেমের সূত্র ধরে
গত ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসে মানসার ইসলাম মোড়লের পুত্র হুমায়ুন মোড়লের সাথে পার্শ্ববর্তী উপজেলার ঘাটভোগ গ্রামের সামসু মোল্লার কন্যা
শারমিন আক্তারের সাথে বিবাহ হয়। মাত্র ৭ সপ্তাহের ব্যবধানে বিয়ের বন্ধন
এভাবে ঝরে যাওয়ায় এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে।