দামুড়হুদা স্কুল বন্ধ করে ব্র্যাকের প্রগ্রামে ২০ শিক্ষক

gobindohuda schoolহাবিবুর রহমান, চুয়াডাঙ্গা : “শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষকরা জাতির বিবেক”-সবকিছু ভুলে উল্টা পথে হাঁটছেন দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সকাল ৮টা থেকে স্কুল শুরু হয়ে ২টা পর্যন্ত স্কুল চলার কথা। কিন্তু ৮টায় স্কুলের এসিমব্লি সেরে ২টা ক্লাস নিয়ে সাড়ে ৯টার দিকে স্কুল ছুটি দিয়ে স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষকরা বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব স¦াস্থ্য দিবসের একটি র‌্যালিতে অংশ নিতে চলে যায়।  মঙ্গলবার সকালে  দামুড়হুদার চিৎলা হাসপাতাল থেকে সকাল ১০টায় এই র‌্যালি বের হয়।
জানা যায়, মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও  ব্র্যাকের স্বাস্থ্য প্রগ্রাম এক র‌্যালির আয়োজন করে। সকাল ১০টার দিকে  দামুড়হুদার চিৎলা হাসপাতাল চত্বর থেকে বের হয়ে র‌্যালিটি হাসপাতাল গেট পেরিয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষকদেরকে দেখা যায়। স্কুল বন্ধ থাকার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আ: মান্নানের সাথে কথা বললে তিনি বলেন- জাতীয় প্রগ্রাম হিসাবে ২টা ক্লাস নিয়ে স্কুল ছুটি দেয়া হয়েছিল। দামুড়হুদা ব্র্যাক স্বাস্থ্য শাখার ম্যানেজার আবু সাইদ বলেন- আমরা  প্রধান শিক্ষকের কাছে চিঠি দিয়েছি, সে মোতাবেক শিক্ষকরা আমাদের র‌্যালিতে অংশ নিয়েছে। আমরা অংশগ্রহণকারী  সকল শিক্ষককে ২শ” টাকা করে সম্মানি দিয়েছি ।
দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহা জানান, স্কুল বন্ধ করে র‌্যালিতে যাওয়া ঠিক হয়নি, তারা আমাকে ও কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *