ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্য বিয়ে বন্ধ
আলিফ আবেদীন গুঞ্জন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার পরামন্দপুর গ্রামে ও শহরের আরাপপুর এলাকার দুটি বাল্য বিয়ে বন্ধ করেছে প্রশাসন। রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন ও সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ পৃথক ভাবে এ অভিযান চালায়। জানা গেছে প্রশাসন গোপন সংবাদে জানতে পারে যে, আরাপপুর এলাকায় স্কুল পড়–য়া এক ছাত্রীর সাথে শহরের পবহাটি গ্রামের আসলাম হোসেনের কলেজ পড়–য়া ছেলে সোহেল রানার বিয়ের আয়োজন করা হয়েছে। এমন সংবাদে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। অপর দিকে পরামন্দপুর গ্রামের এক স্কুল পড়–য়া ছাত্রীর বিয়ে হচ্ছিল একই উপজেলার বাগুটিয়া গ্রামের ইউসূফ আলীর ছেলে আলী আহসানের সাথে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনা স্থলে পৌছে বাল্য বিয়ে বন্ধ করেন। সে সময় মহারাজপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর উপস্থিত ছিলেন। উভয় পরিবারের নিকট থেকে প্রশাসন বিয়ে বন্ধে মুচলেকা নিয়েছে।