ঝিনাইদহে জুতা কিনে টাকা না দেয়ায় ছাত্রলীগের দু’কর্মীকে গণপিটুনি !!

gono-pituni11ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জুতা কিনে টাকা না দেয়ায় ছাত্রলীগের দুই কর্মী গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের বালিকা বিদ্যালয় মার্কেটের ড্যান্ডি সু-স্টোরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের বালিকা বিদ্যালয় মার্কেটের ড্যান্ডি সু-স্টোর থেকে জুতা কিনে টাকা না দিয়ে আসলাম ও রাশেদ আলী নামের দুই ছাত্রলীগ কর্মী চলে আসছিল। এসময় দোকানের মালিক এমদাদ হোসেন টাকা চাইলে ছাত্রলীগ কর্মীরা তার ওপর ক্ষিপ্ত হয়। এসময় অন্য দোকানের মালিকরা জড়ো হয় এবং তাদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে দোকানিরা উত্তেজিত হয়ে ছাত্রলীগের ওই দুই কর্মীকে পিটুনি দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহত ছাত্রলীগ কর্মীরা জানান, দোকানের মালিক এমদাদ হোসেনের কাছে পাওনা টাকা থেকে জুতার দাম কেটে নিতে বলেছি। কিন্তু তিনি এসময় অন্য দোকানিদের নিয়ে আমাদের মারধর করেন। ঝিনাইদহ সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই আনিছুর রহমান জানান, দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের মালিক এমদাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে কী কারণে মারধর করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে সঠিক তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *