বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার, শ্বাশুড়ী আটক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে রেক্সোনা (৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, যৌতুকের দাবী মিটাতে না পারায়, রেক্সোনা বেগমকে হত্যা করে ইট বেঁধে লাশ পুকুরে ডুবিয়ে দেয়া হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের শ্বাশুড়ী ফরিদা বেগম (৬০) কে পুলিশ আটক করেছে। স্বামী সহ পরিবারের অন্যরা পালিয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মোঃ জব্বার শেখের মেয়ে রেক্সোনা বেগমের সাথে প্রায় ১২/১৩ বছর পূর্বে বালিয়াডাঙ্গা গ্রামের আকুব্বর মল্লিকের ছেলে আরিফ মল্লিকের পারিবারিক ভাবে বিবাহ হয়। তাদের শোভা (৭) এবং ইভা (৪) নামের ২ শিশু সন্তান রয়েছে। সম্প্রতি রেক্সোনার স্বামী মোটা অংকের যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। যৌতুকের দাবী পুরন না করায়, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূকে নির্যাতন করে আসছিল। এরপর গত ১ এপ্রিল রাতে রেক্সোনা নিখোঁজ হয় । শুক্রবার লাশ পুকুরে ভেসে উঠলে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে কি ভাবে হত্যা করা হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট আসলে হত্যার মুল রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় নিহতের ভাই শেখ মিজানুর রহমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।