বর্ণাঢ্য র‌্যালী ও কেক কাটা উৎসবের মাধ্যমে চতুর্থ বর্ষে পদার্পন করল যুগধারা

jugodhara cack kata 2015bbffমো. আল-আমিন খান, টাঙ্গাইল : সত্যের সন্ধানে অবিরাম শ্লোগানকে সামনে নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও কেক কাটা উৎসবের মাধ্যমে চতুর্থ বর্ষে পদার্পন করল যুগধারা। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বিশাল বর্নাঢ্য র‌্যালী নিয়ে টাঙ্গাইল শহরের নিরালা মোড় প্রদক্ষিন করে যুগধারা টাঙ্গাইল কার্যালয়ের সামনে এসে র‌্যালীটি শেষ করে কুটুম বাড়ী রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক যুগধারার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এইচ.এম হাবিবুর রহমান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পূর্বাকাশের সম্পাদক খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা সভাপতি এ.এইচ.এম আব্দুল হাই, কালিহাতী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল সাধারন গ্রন্থাগারের সম্পাদক কবি মাহ্মুদ কামাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শামসাদুল আখতার শামিম, জজকোর্ট টাঙ্গাইলের অতিরিক্ত পি.পি এডভোকেট মহসিন সিকদার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার, দৈনিক লোককথা পত্রিকার যুগ্ম ও বার্তা সম্পাদক রতন সিদ্দিকী, দি ডেইলি নেক্সট নিউজের সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মালেক আদনান, দি ডেইলি নেক্সট নিউজের নির্বাহী সম্পাদক মোখলেসুর রহমান মামুন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী রিপন, মাই টিভির জেলা প্রতিনিধি মির্জা মাসুদ রুবেল, মানবাধিকার নাট্য পরিষদের টাঙ্গাইল জেলা সহ-সম্পাদক আব্দুল ওয়াদুদ, নিজেরা করি টাঙ্গাইল আঞ্চলিক সমন্বয়ক এস.এম.এ মোমেন রিপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের টাঙ্গাইল জেলা সভাপতি ওমর ফারুক বিপ্লব, সাধারন সম্পাদক রাশেদ খান মেনন, বিজয় টিভির জেলা প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জল, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, যমুনা নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যোগাযোগ প্রতিদিনের জেলা প্রতিনিধি ওয়ারেসুল ইসলাম, সাপ্তাহিক যুগধারার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম শরিফ, মুক্তার হাসান, সাপ্তাহিক ইনতিজারের নির্বাহী সম্পাদক মমিনুল ইসলাম মোমিন, দেশবার্তা২৪নিউজ.কমের সম্পাদক মুন্না, ভোরের বার্তা’র সম্পাদক মো. আল-আমিন খান সহ সাংবাদিক, কবি, সাংস্কৃতিক, সাহিত্যিক, ছাত্রযুবক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাপ্তাহিক যুগধারার প্রধান সম্পাদক রশিদ আহাম্মদ আব্বাসী। সভায় বক্তারা বলেন, যুগধারার শিক্ষানবিশ সাংবাদিকদের প্রেরণা দিতে যে ভুমিকা পালন করছে নি:সন্ধেহে প্রশংসনীয়। jugodara Rally 2015bbbতবে এর সাথে জড়িতদের আরো দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে। তাহলেই এর ভবিষৎ সুন্দর হবে। কারণ পত্রিকাটির এখন শৈশবকাল। শৈশব যতো সুন্দর হয় তাদের ভবিষ্যৎ ততো সুন্দর হয়। সভাপতি হাবিবুর রহমান সরকার সবার সহযোগিতা নিয়ে টাঙ্গাইলের সংবাদপত্র ও সাংবাদিকতা অঙ্গনে সু-বাতাস বয়ে দিতে চায়। দেশ সেবায় তরুনরা সাংবাদিকতা পেশায় আসুক, সততা ও নিষ্ঠার সাথে কাজ করুক এমন প্রত্যাশা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *