বেনাপোলে কাস্টমস-সিঅ্যান্ডএফ সংঘর্ষের ঘটনায় মামলা
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে কাস্টমস ও সিঅ্যান্ডএফ স্টাফ কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৭ জন সিঅ্যান্ডএফ কর্মচারীকে আসামি করে মামলা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) রাত ৯টায় আহত কাস্টমস সদস্য (সিপাই) অপূর্ব কুশারী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এ মামলা দায়ের করেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান মামলার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এদিকে, সিঅ্যান্ডএফ কর্মচারীদের নামে মামলার ঘটনায় এর প্রতিবাদে যেকোনো সময় বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্যবসায়ীরা জানান, টানা অবরোধে বাণিজ্য ব্যাহত হচ্ছে। এরপর মামলার কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হবেন। কাস্টমস ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির সমাধান চান তারা।
গত ২৪ মার্চ তুচ্ছ বিষয় নিয়ে সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েমনের কর্মচারীদের সঙ্গে কাস্টমস কর্মচারীদের সংঘর্ষ হয়।