সাপাহারে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে প্রেসক্লাবের সামনে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের জীবনীর উপর বিশেষ গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, গোয়ালা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল, সংস্থার কেন্দ্রীয় প্রোগ্রাম কো-অর্ডিনেটর মানিক চন্দ্র রায়, নওগাঁ-১ এরিয়ার ম্যানেজার আব্দুল আলিম, প্রোগ্রাম অফিসার (প্রাণী) ডাঃ সোহেল রানা, প্রোগ্রাম অফিসার (কৃষি) সাকলাইন হোসেন, সিনিয়র অফিসার মঞ্জুরুল করিম, শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার বকুল শাহ প্রমুখ।