পলাশবাড়ীতে এইচএসসি ও সমমানের ১ম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

Palashbari Photo-01-04-2015888ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এইচএসসি ও সমমান বাংলা ১মপত্রের পরীক্ষা বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলার ৫টি কেন্দ্রে ১৭শ ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কারিগরি (বিএম) শাখা থেকে অংশ নেয় ২৭৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় মোট অনুপস্থিত ছিল ২৪ জন। এর মধ্যে পলাশবাড়ী সরকারী কলেজ কেন্দ্রে ৪২২ জন পরীক্ষার্থীর স্থলে অনুপস্থিত ৫জন, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩১৪ জনের স্থলে অনুপস্থিত ৯জন, আদর্শ ডিগ্রী কলেজে ৫৩৫ জনের স্থলে অনুপস্থিত ৯ জন, ফকিরহাট কলেজে ২৮৭ জনের স্থলে অনুপস্থিত ১জন। বাকী পলাশবাড়ী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বিঘেœ পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *