আত্রাইয়ে লক্কর- ঝক্কর বেইলী ব্রিজ এখন যেন মরণ ফাঁদ

a0qjddcxnfpp[1]555রুহুল আমিন,আত্রাই(নওগাঁ) : আত্রাই উপজেলার বুকচিরে নদী প্রবাহিত হওয়ায় বিভক্ত থেকে যায় এ উপজেলা।বিভক্ত উপজেলাকে একীভুতকরণের লক্ষ্যে ৯০দশকে আত্রাই নদীর উপরে রেল ব্রিজের পশ্চিম পাশ দিয়ে স্থাপন করা হয় একটি বেইলি ব্রিজ। নওগাঁর আত্রাই নদীর উপর নির্মাণাধীন বেইলি ব্রিজটি লক্কর ঝক্কর হয়ে পড়েছে।দীর্ঘ দিন থেকে বেইলী ব্রেজটি লক্কর-ঝক্কর মার্কা হয়ে এখন যেন অনেকটাই মরণ ফাঁদে পরিণত হয়েছে।দুই বছর পূর্বে এ ব্রিজ ভেঙে দীর্ঘ প্রায় চার মাস যাবৎ চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার হাজার হাজার জনগনকে।এরপর সংশ্লিস্ট অধিদফতর হতে ব্রিজের মেরামত করে। যা বড় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারী করে ব্রিজের দু’পার্শ্বে প্রটেকশন দিয়ে দেয়া হয়।ফলে পণ্য বাহী দুটি ট্রাক বা যাত্রীবাহী বাস এ ব্রিজের উপর দিয়ে পারাপার হতে পারে না।উপজেলা সাহেবগঞ্জ বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন,ব্রিজের দু’পার্শ্বে প্রটেকশন দেয়ার ফলে রড-সিমেন্ট বোঝায় ট্রাক উপজেলা সদরে আসতে পারে না।ফলে ট্রাকের মাল পরিবর্তন করে আনতে খরচ বেশী পড়ে যায় । আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু বলেন,জোড়াতালি দেয়া ব্রিজ এখন অনেকটাই হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।যে কোন সময় এটি ভেঙে বড় ধরণের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে।এজন্য এখানে বেইলি ব্রিজের পরিবর্তে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা অতীব জরুরী হয়ে পড়েছে।আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল বলেন,দু’বছর পূর্বে ব্রিজটি ভেঙে যাওয়ায় দূর্ভোগ পোহাতে হয়েছিল এলাবাসীকে।এছাড়াও ব্রিজটি লক্কর ঝক্কর হয়ে গেছে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।তাই এখানে একটি সেতু নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ্এলাকাবাসীর দীর্ঘ দিনের দূর্ভোগ লাভব হবে।সেই সাথে এলাকার উন্নয়নের দ্বার উন্মোচিত হবে।তাই বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে এখানে একটি পূর্ণাঙ্গ সেতু নির্র্মাণের প্রয়োজন।এলাকার সচেতন মহল স্থায়ী সেতু নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সদয় দৃষ্টি আর্কষন করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *