বেনাপোলে বিপুল পরিমান ফেনসিডিল ও মদ উদ্ধার
বেনাপোল সংবাদদাতা : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭৯০ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল বাংলা মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
তবে এর সঙ্গে জড়িত কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৪টার দিকে বেনাপোল-চেকপোস্ট রেল লাইনের পাশ থেকে মাদকের এ চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারত থেকে মাদকের একটি চালান সীমান্ত পার করে এপারে ঢোকানোর চেষ্টা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই সীমান্তে অভিযান চালায় বিজিবি। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় বস্তার ভেতর থেকে ৭৯০ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।