নলছিটিতে যুবকের হাঁত পা বাঁধা লাশ উদ্ধার

hat pa badha lashনলছিটি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলার তৌকাঠী-কাপরকাঠি গ্রামের নলছিটি হদুয়া সড়কের স্থানীয় ষ্টীল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার সকালে এক যুবকের হাঁত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। নিহত রফিক (৩৫) উপজেলার কাটাখালী গ্রামের বিক্রম আলীর পুত্র। সরেজমিনে জানা যায়, নিহত রফিক দীর্ঘদিন যাবৎ ভাড়ায় মটর সাইকেল চালিয়ে আসছিল। এরই ধারা বাহিকতায় সোমবার রাত ৮টার দিকে মোল্লারহাট থেকে অজ্ঞাত ২জন যাত্রী নিয়ে ঝালকাঠী কলেজ খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে আসছিল। পথিমধ্যে নলছিটি হদুয়া সড়কের তৌকাঠী-কাপড়কাঠি ষ্টীল ব্রিজের ঢালে আসলে আরোহী ও সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার সাথে থাকা একটি মোবাইল সেট ও মটর সাইকেলটি ছিনিয়ে নেয়। এতে বাঁধা দেয়ায় তাঁকে কুপিয়ে ও পরে হত্যা করে। ঘটনা স্থল থেকে প্রায় ১৫০ গজ দূরে ধানক্ষেতের পাসের ড্রেনের মধ্যে মাটি চাপা দিয়ে রেখে যায় বলে পুলিশ ও এলাকাবাসী ধারনা করছে।

এদিকে নিহত রফিককে না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা গতকাল রাত থেকেই তাঁকে নানা জায়গায় খোজা-খুজি করে ও মঙ্গলবার সকালে নলছিটি থানা পুলিশকে অবহিত করে। তাঁর স্বজনরা পথিমধ্যে ষ্টীল ব্রিজের ঢালে রাস্তার পাশে নিহত রফিকের পায়ের জুতা ও পরনের ছেড়া রক্তমাখা টি শার্ট দেখতে পায়। এরই সূত্র ধরে ব্রিজের অদুরে ধানক্ষেতের পাশে ড্রেনের মধ্যে মানুষের হাঁত দেখে ডাক চিৎকার করে। মুহুর্তের মধ্যে চিৎকার শুনে শত-শত লোক জড়ো হয়। এ খবর নলছিটি থানা ও পার্শ্ববর্তী মোল্লারহাট পুলিশ ফাঁড়িতে জানানো হলে নলছিটি থানার ভারপ্রাপ্ত ওসি এস এম মাকসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে প্রথমে নলছিটি থানায় নিয়ে আসেন ও পরে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নলছিটি থানা পুলিশ। এদিকে মধ্যযুগীয় কায়দায় এ নারকীয় বর্বরচিত নির্মম হত্যা কান্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *