ইসিতে যাচ্ছে অপরাধী প্রার্থীদের তালিকা

EC-DMPঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন নেয়া অপরাধী প্রার্থীদের তালিকা তৈরি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এই তালিকা মঙ্গলবার রাতেই ইসির কাছে পৌঁছে দেয়া হবে।
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে এসব কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার(ডিবি) মনিরুল ইসলাম।
তালিকা সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের মামলা মূলতবি রয়েছে কিনা তা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আজকে (মঙ্গলবার) রাতের মধ্যে এ সংক্রান্ত তথ্য পাঠানো হবে।’
তিনি বলেন, ‘আগামীকাল থেকে প্রার্থীতা যাচাই-বাছাই করা হবে। সে সময়ও ডিএমপির একাধিক প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন। তাদের কাছে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে করা মামলা মোকাদ্দমার হিসাব থাকবে।’
প্রার্থীদের উপস্থাপিত ডকুমেন্ট ডিএমপির প্রতিনিধিরা তদারকি করবেন বলেও তিনি জানান।
ডিএমপি নির্বাচন কমিশনকে সহায়তা করবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের প্রক্রিয়া শুরু করেছি। ইসিকে সবধরনের সহযোগিতা ডিএমপির পক্ষ থেকে করা হবে।’
তিনি আরো বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন যাতে করে শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত পরিবেশে ভয়হীন সুষ্ঠু, সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য যারা অস্ত্রধারী রয়েছে চাঁদাবাজ রয়েছেন, যারা সন্ত্রাসী ও সন্ত্রাস করার পূর্বে অভিযোগ ও মামলা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
বিভিন্ন মামলায় যারা জামিনে আছে তারাও পর্যবেক্ষণের আওতায় থাকবে জানিয়ে তিনি বলেন, ‘অপরাধীরা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র কিংবা অন্য কোনো পেশীশক্তি চালিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারেন সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কত জনের তালিকা পাঠানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি বলা মুশকিল। তবে মেয়র ও কাউন্সিলর পদে যারা মনোনয়ন নিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে ৩০ থেকে ৪০ টি মামলা রয়েছে। ঢাকা ও নিজ জেলাসহ বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। সেবিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, জেল থেকে বা আত্মগোপনে থেকে মনোনয়ন নিয়েছে নির্বাচন করার জন্য তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ ডিএমপি নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ফৌজদারি অপরাধে যারা অভিযুক্ত ও পলাতক রয়েছে, কিংবা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *