রামগঞ্জে ব্লগার ওয়াশিকুরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

Ramgonjbonমোঃ কাউছার হোসেন : রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের আবদুল করিম হাজী বাড়ির টিপু সুলতানের ছেলে ওয়াশিকুর রহমান তুষার (২৭) আজ সোমবার সকাল পৌনে ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ির দিপিকা মোড় এলাকায় অস্ত্রধারীদের অতর্কিত হামলায় নিহত হন। ওয়াশিকুর রহমান তুষার নিহতের ঘটনায় তার গ্রামের বাড়ি ল²ীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের আবদুল করিম হাজী বাড়িতে চলছে শোকের মাতম। তার মৃত্যুর খবর উপজেলাব্যাপী ছড়িয়ে পড়লে জনসাধারনের মাঝে শোকের ছায়া নেমে আসে।Ramgonjpita
স্থানীয় সূত্র ও নিহত ওয়াশিকুর রহমানের বোন আসরাফী সুলতানা সিমু কান্না জড়িত কন্ঠে জানান, দুই ভাই বোনের মধ্যে ছোট ভাই ওয়াশিকুর রহমান ছোট বেলা থেকে খুব মেধাবী শান্ত স্বভাবের ছেলে ছিল। কোন রাজনীতির দলের সাথে সে জড়িত ছিলোনা। তবে ফাকে ফাকে সে বিভিন্ন বøগে লেখালেখি করতো। বøগার ওয়াশিকুর রহমান ২০০৪ইং সনে উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীÿায় পাশ করে ঢাকাস্থ তেজগাঁও কলেজে গিয়ে ভর্তি হয়। এর পর সেখান থেকে পাস করে অনার্স করে বর্তমানে এমবিএ করার চিন্তা ভাবনা করছিল। Ramgonjwasikবাবা টিপু সুলতান বর্তমানে ঢাকা মতিঝিলে মোটর পার্টসের ব্যাবসায়ী। এরই সুবাদে ওয়াশিকুর ও বাবা টিপু সুলতান তেজগাঁও বেগুন বাড়িতে একটি ব্যাচেলর বাসায় ভাড়া থাকতো। ওয়াশিকুর বর্তমানে ঢাকাস্থ মতিঝিল ফারইস্ট ট্রাভেলস এ্যভিয়েশন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজ সোমবার সকাল ১০টায় বেগুন বাড়ির বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। তার মৃত্যুর খবর শুনে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের আবদুল করিম হাজী বাড়িতে লোকজন উপস্থিত হয়ে শোকাহত পরিবারের লোকজনদের সমবেদনা জানাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *