বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয়-চা পাতা আটক
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের সীমান্তবর্তী গাতিপাড়া গ্রাম থকে ১৫০০ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (২৯ মার্চ) রাত ২.০০ টার সময় সীমান্তবর্তী গাতিপাড়া গ্রাম থেকে এ বিপুল পরিমাণ চা-পাতা আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
বিজিবি জানায়, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে,গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ চা-পাতা বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টহল-দল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা-চালানীরা তাদের সঙ্গে থাকা চা-পাতাগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৫০০ কেজি ভারতীয় চা-পাতা আটক করা হয়। আটককৃত চাপাতা কাষ্টমস এ জমা দেয়ার প্রস্তুতি চলছে।
২৬ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার আঁইয়ুব হোসেন আটকের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।