বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩৮ জন আহত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চৌধুরী বংশের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ন্যুনতম ৩৮ জন আহত হয়েছেন। রোববার রাতে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে ঘন্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ব^বর্তী গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী জানায়, স্থানীয় চৌধুরী বংশের এনায়েত গ্র“পের সাথে কাওসার চৌধুরী গ্র“পের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। রবিবার রাতে সিংগাতি বাজার মোড়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে উভয় গ্র“পের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। প্রায় ঘন্টা ব্যাপী চলা এ সংর্ঘষে উভয় গ্র“প ঢাল-সড়কি ও লাঠি – সোটা নিয়ে দফায় দফায় হামলা চালায়। এ সময় উভয় পক্ষের অন্তত ৩৮ জন আহত হয়। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।
ঘটনা সম্পর্কে জানতে সিংগাতি গ্রামের এনায়েত চৌধুরী ও কাওসার চৌধুরীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
বাগেরহাট সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুর রহমান জানান, পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।