এবার ব্লগার ওয়াশিকুর বাবুকে কুপিয়ে হত্যা
ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ওয়াশিকুর রহমান মিশুক (২৭) নামে এক ‘ব্লগারকে’ কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে অত্যন্ত সরব ছিলেন এ ব্লগার। তিনি ব্লগে ওয়াশিকুর বাবু নামেই পরিচিত ছিলেন। সেই সঙ্গে কখনো তিনি ‘কুচ্ছিত হাঁসের ছানা’ কিংবা ‘গণ্ডমূর্খ’ নামেও লিখতেন।
সোমবার সকালে বেগুনবাড়ী জিপিকা ঢাল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিশুক ফারইস্ট অ্যাভিয়েশন ট্রাভেল এজেন্সির আইটি বিভাগে কাজ করতেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- জিকুল্লাহ (১৯) ও আরিফ (২০)। এরা মাদরাসা ছাত্র বলে জানা গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চাল থানার অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ূন কবীর বলেন, ‘সকাল ১০টার দিকে বেগুনবাড়ী জিপিকা ঢালে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তবে তেজগাঁও শিল্পাঞ্চাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেছেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ওয়াশিকুর রহমান মিশুক একজন ব্লগার ছিলেন। লেখালেখির কারণেই তিনি খুন হতে পারেন। এ ঘটনায় জিকুল্লাহ ও আরিফ নামে দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ফারইস্ট অ্যাভিয়েশন ট্রাভেল এজেন্সির মালিক কুতুব উদ্দিন চৌধুরী বলেছেন, ‘মিশুক আমার প্রতিষ্ঠানে আইটি বিভাগে কাজ করতো। সকাল সাড়ে ৯টায় অফিসে এসে বিকেল ৫টায় চলে যেতো। এর বাইরে সে আর কিছু করতো কি না তা আমার জানা নেই।’