ভোলাহাটে ৪৩ ব্যাটালিয়ান বিজিবি’র হাতে ২২৬বোতল ফেন্সিডিলসহ আটক ১

Photo-Fensidil0099ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে ৪৩ ব্যাটালিয়ান বিজিবি’র হাতে ২২৬বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১জনকে আটক করে জেল-হাজতে প্রেরণের খবর পাওয়া গেছে। থানায় সরজমিনে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ ব্যাটালিয়ান ভোলাহাট উপজেলার জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডের হাবিলদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সঙ্গিয় আরো ৩জন ফোর্স নিয়ে টহল পার্টি রোববার ভোর পৌনে ৫টায় উপজেলার ময়ামারী মোড় রাস্তার উপর হতে একটি নসিমন ভ্যানকে সন্দেহজনক ভাবে আটক করে। আটককৃত নসিমন ভ্যানে ভারতীয় ২২৬ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম(২৭) নামে ১জনকে আটক করে। আটককৃত জাহাঙ্গীর রাজশাহী জেলার হারুপুর কাঁঠালবাড়ী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। হাবিলদার সিদ্দিকুর রহমান জানান, আসামী জাহাঙ্গীর আলম ৬০হাজার টাকা খরচ করে একটি নসিমন ভ্যান তৈরী করে ভ্যানের তলায় নাট-স্ক্রু, প্লেনসিট ও ষ্টীল পাতসিট দিয়ে অভিনব কায়দায় ফেন্সিডিল রাখার মত জায়গা করে ব্যবসা চালিয়ে আসছিলো। তিনি আরো বলেন, আটককৃত আসামী জাহাঙ্গীর আলমের কাছে ১টি নসিমন ভ্যান, যার মুল্য ৬০হাজার টাকা। এ ছাড়াও ১টি মোবাইল সেট, গ্রামীণ ও রবি সিম ২টি, ১টি মেমোরী ও ১টি মোবাইল ব্যাটারী পাওয়া যায়। এ ব্যাপারে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে অফিসার ইনচার্জ(তদন্ত) মোজাহার হোসেন এ প্রতিবেদককে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *