প্রধান শিক্ষিকা ভাস্বতী রায় কি সরকারী নিয়মনীতির ঊর্দ্ধে ?
তাপস মহালদার : দাকোপ থানার বারুইখালী লক্ষ্মীকান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাস্বতী রায় সরকারী নিয়ম নীতি না মেনে নিজস্ব নিয়ম নীতিতেই স্কুল চালাচ্ছেন। তার কাছে বিষয়টি জানতে চাইলে নিজস্ব ষ্টাইলে বলেন, আমি অন্য টিচারকে দায়িত্ব দিয়েছি। উনি দায়িত্ব পালন করেননি, তাতে আমার কি? স্থানীয় লোকজন বলেন, উনি কোনদিনই সঠিক সময়ে স্কুলে আসেননা। শিক্ষক মন্ডলীর সাথে আলোচনায় জানা যায়, কোন মহান দিবসেই সঠিক নিয়মে পতাকা তোলা হয় না। এমনকি গেল ২৬ শে মার্চ ২০১৫ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে পালন করা হয়নি। স্কুলে এ্যাসেম্বলি পালন করা হয় না। স্কুলে আসা-যাওয়ার কোন সুনির্দিষ্ট নিয়মনীতি নেই। এসব গুরুত্বপূর্ণ অপরাধ করেও প্রধান শিক্ষিকা অনুতপ্ত নন। তাহলে কোমলমতি ছাত্র/ছাত্রীরা ওনার কাছে কি শিক্ষা পাবে? এটাই সচেতন জনগণের ভাষ্য। বিষয়টি শিক্ষা কর্মকর্তা দাকোপ এর দৃষ্টি আকর্ষণ করা গেল। (বিস্তারিত আগামীতে: চোখ রাখুন অপরাধ তথ্যচিত্রের পাতায়।)