বেনাপোলে বিরল প্রজাতির ৫৩টি কচ্ছপ উদ্ধার

Benapole--Tortois pic666বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার করে আনা বিরল প্রজাতির ৫৩টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে বেনাপোলের ভারত সীমান্তবর্তী দূর্গাপুর গ্রাম থেকে বস্তাবন্দি কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দূর্গাপুরে অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতরে ৫৩টি জীবিত কচ্ছপ পাওয়া যায়।
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *