কুখরালীতে মাদকাসক্তদের হামলায় একই পরিবারের পাঁচজন জখম
সাতক্ষীরা : মদ পান করে অন্যের বাড়িতে ইট পাটকেল ছোঁড়ার প্রতিবাদ করায় একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে জখম করা হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা শহরের কুখরালি বলফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কুখরালি গ্রামের শাহ আলমের স্ত্রী জোবেদা বেগম(৪৫), তার ছেলে জাহিদ হেসেন(২২), আশরাফুল হক(১৮), আনছার আলীর স্ত্রী কদবানু(৫০)। সাতক্ষীরা সদর পাসপাতালে চিকিৎসাধীন জাহিদ হোসেন জানান, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৫) শুক্রবার রাত ১০ টার দিকে মদ পান করে তাদের ঘরের চালে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় তারা ঘর থেকে বেরিয়ে আরিফকে আটক করে তার বাবা রফিকুলের কাছে হস্তান্তর করে। কিছুক্ষণ পর আবারো তাদের ঘরের চালে ইট ছুঁড়লে স্থানীয় লোকজন তাকে কয়েকটি চড় মারে। শনিবার সকালে ৬টার দিকে আরিফ ও তার বাবা রফিকুল সহ সাত/আটজন তাদের বাড়িতে এসে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে ঘরের দরজা ভেঙ্গে একে একে তাকেসহ, ভাই, মা, মামী ও চাচীকে বেধড়ক পিটিয়ে জখম করে। তার মায়ের ডান চোখ তুলে নেওয়ার চেষ্টা করে। সাতক্ষীরা সদর হাসপাতালের চক্ষু বিশেষঙ্গ ডা: অমল কুমার বিশ্বাস জানান, জোবেদা বেগমের ডানচোখের অবস্থা আশক্সকাজনক। এ ঘটনায় আশরাফুল এর পিতা মাসছুর বাদী হয়ে ৭ জনের নাম উল্লে¬খ করে একটি এজাহার দায়ের করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ জানান, একটি এজাহার পেয়েছি। ঘটনাস্থলে ফাঁড়ির ইনচার্জ আশিক কে পাঠানো হয়েছে।