চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গাস্থ-৬বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান বিজিবি এম জানান, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গাস্থ-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৬১/৭-এস এর নিকট বেনীপুর ডিসপোট মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইউএসপি চৌহান। এছাড়াও বিজিবি‘র পক্ষে আরো উপস্থিত ছিলেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মো: রুস্তম আলী এবং বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর কোম্পানী কমান্ডার সার্ভেস সিং।
পতাকা বৈঠকে বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক ডিজিটাল মানচিত্র প্রণয়নে ২০১৪-২০১৫ মাঠ মৌসুমে ‘‘ ইমপ্রুভমেন্ট অব ডিজিটাল ম্যাপিং সিস্টেম (ওউগঝ)’’ প্রকল্পের আওতায় টপোগ্রাফিক্যাল ম্যাপ জরিপ কাজে জরিপ অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণদের বিজিবি-বিএসএফ কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা প্রদান করার ব্যাপারে আলোচনা হয়। তাছাড়াও ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয় ।