সাপাহারে ২টি মোটর সাইকেল চুরি : আটক-১

photo,sapahar,28-03-2015নয়ন বাবু, সাপাহার : নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠান চলাকালে ২টি মোটর সাইকেল চুরির ঘটনায় শাহ আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ২৬মার্চ সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে পতœীতলা উপজেলার হলাকান্দর গ্রামের আব্দুল্লাহর একটি ডিসকোভার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি হয়। এ সময় অনুষ্ঠানের মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, আপনাদের মোটর সাইকেল সাবধানে রাখুন। ঠিক এর ১০ মিনিটের ব্যবধানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামানের (সরকারী) হিরো স্পেলেন্ডার ১০০ সিসির মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই রাতেই উপজেলা মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ সদরের নসিব সিনেমা মার্কেট এলাকা থেকে মোটর সাইকেল চুরির সাথে জড়িত সন্দেহে পোরশা উপজেলার মৃত: মোজাহারুল হকের পুত্র শাহ আলম (৩০) কে আটক করে। পরেরদিন দুপুরে তাকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী জানান, চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার ও চোরদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *