বেনাপোলে সরকারি জমি জবরদখল : ঘর গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা, সড়ক অবরোধ
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি স্থানীয় ভূমিদস্যু নাসির শুক্রবার রাতের আধারে দখল করে একটি টিনসেড ঘর তৈরী করে। বালি ফেলে স্কুল মাঠ দখল করে নেয়। বিগত বেশ কয়েক-মাস আগেও কয়েকবার এই ভূমিদস্যু নাসির তার ভাড়াটে গুন্ডা-মাস্তান দিয়ে স্কুলের এই সরকারি জমি জবরদখলের চেষ্টা করে ব্যর্থ হয়। শনিবার সকালে স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
সকাল ১২টার দিকে বিক্ষুদ্ধ স্কুল শিক্ষার্থীরা ঘরটি ভেঙে ফেলে। এবং অবৈধ দখলদারের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা কলিকাতা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বন্ধ হয়ে যায় আমদানি রফতানি পণ্য পরিবহনসহ যান ও মানুষ চলাচল। উপজেলা প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।