সান্তাহারে জেলা সমবায় অফিসের উদ্যোগে ভ্রাম্যমান প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আদমদীঘি প্রতিনিধি : বুধবার দুপুরে বগুড়ার সান্তাহার পৌর শহরের ডেইলি বাজারে অবস্থিত মিলন প্লাজায় যুগান্তর সংস্থার কার্য্যালয়ে বগুড়া জেলা সমবায় অফিসের উদ্যোগে ও আদমদীঘি উপজেলা সমবায় অফিসের আয়োজনে সারা দিন ব্যাপী এক ভ্রাম্যমান প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা সমবায় অফিসার মির্জা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভ্রাম্যমান প্রশিক্ষন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সমবায় অফিসার নুরুন্নবী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রতন কুমার কুন্ডু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক মিল্টন হোসেন, সহ-প্রশিক্ষন মাকসুদা আক্তার, উপজেলা সহকারী পরিদর্শক কল্লোল বসাক, যুগান্তর সংস্থার সভাপতি সাংবাদিক সাগর খান, সাধারন সম্পাদক খন্দকার ফৌরদোস রহমান প্রমুখ। আলোচনা শেষে সান্তাহারের ৮টি সমবায় সমিতির প্রায় ৪০ জন সদস্য কে নিয়ে সমবায় বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।