বেনাপোলের নামাজ গ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌরসভার নামাজ গ্রাম থেকে জামাল হোসেন(৩৪) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জামাল স্থানীয় আজিজ ওরফে বল্টু আজিজের ছেলে।
বুধবার(২৫ মার্চ) ভোর ৪টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত বছরের ৬ অক্টোবর মিঠুন দাস (৩০) নামে এক যুবককে রাজবাড়ী থেকে বেনাপোলে ডেকে আনেন জামাল। পরদিন সকালে জামালের ঘরে মিঠুনের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যায় যে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে নিহত যুবকের বাবা নরেন দাস বাদী হয়ে ওই বছরের ২৩ এপ্রিল জামালসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে জামাল পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। খবর পেয়ে পুলিশ ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এদিকে, মিঠুনের পরিবারের অভিযোগ, ঘটনার দিন পুলিশ নিহতের পরিবারের পক্ষে মামলা নেয়নি। তাদের বলা হয়েছিল- ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মামলার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অথচ পরের দিনই অপরাধীদের বাঁচানোর জন্য কৌশল করে জামালের পক্ষ থেকে অপমৃত্যু মামলা নেয় পুলিশ। সেখানে উল্লেখ করা হয়, মিঠুন তাদের বাড়িতে বেড়াতে এসে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এই অবৈধ সহযোগিতাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।