সাপাহারে ভটভটি ও অটো চার্জার সমিতির দন্দ্বে যাত্রী দুর্ভোগ চরমে
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সদরের চৌধুরী পাড়া মোড়ে ভটভটি চালক সমিতি ও যাত্রীবাহি চার্জার ভ্যান ও অটো বাইক চালকদের মধ্যে চলমান দন্দ্বের কারণে সাপাহার টু আগ্রাদ্বীগুন রোডে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
অভিযোগে জানা গেছে, সদরের চৌধুরী পাড়া মোড় থেকে চেইন মাস্টার দ্বারা সিরিয়াল নিয়ন্ত্রণ করে আগ্রাদ্বীগুণ, শিহাড়া, আলপাকা, ঘোলাদিঘি, নাথুরহাট, শ্যামপুর, ফোকন্দা, সারাইডাঙ্গা মোড় এলাকায় প্রায় শতাধীক যাত্রীবাহি ভটভটি চলাচল করে আসছিল। সম্প্রতি একই স্থান থেকে প্রায় ৩৫টি যাত্রীবাহি চার্জার ভ্যান ও অটোবাইক চলাচল করতে গেলে স্থানীয় ভটভটি সমিতির কতিপয় প্রভাবশালী লোকজন তাতে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় সংগঠনের সদস্যদের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। ভটভটি সমিতির লোকজন ওই রোডে চার্জার ভ্যান ও অটো বাইক চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, গত ২০ মার্চ দুপুরে ওই রোডের অটো বাইক চালক সাইদুর রহমান সাপাহার হাসপাতাল থেকে রোগী সহ ৪ জন যাত্রী নিয়ে ওই ভটভটি স্ট্যান্ডের কাছে পৌছিলে সমিতির সদস্যরা যাত্রীদের জোর করে নামিয়ে দিয়ে অটো চালক সাইদুরকে মারধর করে। একই দিন রাতে মাংশহাটি মোড়ের পান দোকানদার এমদাদুল হককে অটোচালক সমিতির সদস্য হওয়ার জন্য মারধর করে। গত ১৭ মার্চ অটোচালক জাহাঙ্গীর ৪ জন আদিবাসীদের যাত্রী নিয়ে যাবার পথে ঘুড়াপাড়া মোড়ে ভটভটি সমিতির সদস্যরা বাধা প্রদান করে। এ সময় তারা মহিলা যাত্রীদের অটো থেকে নামিয়ে দিয়ে চালক জাহাঙ্গীরকে মারপিট করে এবং সকল যাত্রীকে ভটভটিতে করে যেতে বাধ্য করে। এ ঘটনার জের ধরে পতœীতলা উপজেলার ঘোলাদিঘি মোড়ের জনগণ ক্ষিপ্ত হয়ে যাত্রীদের পক্ষ নিয়ে সাপাহার থেকে ছেড়ে যাওয়া দুটি ভটভটি আটক করে রাখে। এ ঘটনার জের ধরে চৌধুরী পাড়া মোড়ের প্রভাবশালী কতিপয় ব্যক্তি ওই মোড় থেকে ৬/৭টি চার্জার ভ্যান ও অটোবাইক আটক করে তাদের ভটভটি সমিতিতে আটক রাখে। এ নিয়ে উভয় সংগঠনের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে ওই এলাকার সচেতন জনসাধারণ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামান করছেন।