লোহাগড়ায় ভুল চিকিৎসায় স্কুল ছাত্রের মৃত্যু

Lohagara pic 23 03 15 (1)লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
কনিবার দুপুর বেলায় ভদ্রডাঙ্গা গ্রামের প্রশেনজিৎ(৭) নামের এক স্কুল ছাত্র মাঠে খেলতে খেলতে তার বাম পায়ের হাঁটুর উপরে বাঁশের চটায় খোঁচা লেগে সামান্য কেটে যায়। খবর পেয়ে প্রশেনজিৎ এর বাবা তাকে মানিকগঞ্জ বাজারের কথিত গ্রাম্য ডাক্তার বিপ্লব এর কাছে নিয়ে গেলে, ডাক্তার বিপ্লব একটি ইনেজেকশন পুশ করে প্রশেনজিৎ এর শরীরে। তার পরপরই প্রশেনজিৎ এর শরীরে ঝাঁকুনি দিয়ে অবস্থার অবনতি হতে থাকে। গ্রাম্য ডাক্তার বিপ্লব রোগীর অভিভাবককে বলে আমার পক্ষে এই রোগীর চিকিৎসা করা সম্ভব না, আপনারা ফয়েজ ডাক্তার এর নিকট নিয়ে যান। এমনটাই জানালেন হতভাগ্য পিতা চিত্যরঞ্জন। Lohagara pic 23 03 15 (2)পরে অভিভাবকগন প্রসেনজিৎ কে লোহাগড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফজলে এলাহী তাকে মৃত বলে ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলার ভদ্রডাংগা বাতাসি গ্রামের পিতা চিত্যরঞ্জন ও মাতা শিলা রানীর ছেল প্রসেনজিৎ। এলাকার জনসাধরণ এই ভূয়া ডাক্তার বিপ্লবের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *