মূর্তি প্রতারক চক্র যতই শক্তিশালী হউক তাদের কোন ছাড় দেয়া হবেনা : পুলিশ সুপার বগুড়া
কাহালু(বগুড়া)প্রতিনিধি : মুর্তি প্রতারক চক্রটি যত শক্তিশালী হউক না কেন পুলিশ তাদের কোন প্রকার ছাড় দিবেনা। আপনারা এলাকাবাসী, জন-প্রতিনিধিরা যদি পুলিশকে সহযোগীতা করেন এবং চিহ্নিত প্রতারকদের বিষয়ে পুলিশকে অবগত করেন তাহলে সহজেই প্রতারক চক্রটি আমরা নির্মুল করতে সক্ষম হবো।
উপরোক্ত কথাগুলো গত সোমবার বিকেলে কাহালুর জামগ্রাম ইউনিয়ন পুলিশিং ফোরামের উদ্যোগে দুর্গাপুর জামাদার পুকুর রাস্তার পানাই ষ্ট্যন্ডে বাল্য বিয়ে, মাদক দ্রব্য ও নকল মূর্তি ব্যবসা রোধে আলোচনা ও মত বিনিময় সভায় বগুড়া জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পি পি এম প্রধান অতিথি’র বক্তব্যে বলেন। জামগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ,কাহালু থানা অফিসার ইনচার্জ(ওসি) সমিত কুমার কুন্ডু, উপজেলা আ’লীগ সভাপতি কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুনসুর রহমান মুন্নু, জামগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার বুলবুল, সাবেক অধ্যক্ষ স্থানীয় মসজিদের ইমাম আলহাজ্ব মজিবুর রহমান, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, জামগ্রাম ইউপি মেম্বর সেলিম জাহাঙ্গীর, আব্দুল বারী প্রমূখ।