সান্তাহার পৌরসভার কাউন্সিলর গোলাম মোস্তফাকে স্বাধীনতা স্বৃতি সম্মাননা-২০১৫ পদক ও সনদ প্রদান
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফাকে মহান স্বাধীনতা দিবসের ৪৪ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে পামনি চাইনিজ রেস্টুরেন্ট (লিফ্ট-১৪) নাহার প্লাজা, হাতিরপুল ঢাকাতে সমাজ সেবায় বিশেষ স্বীকৃত স্বরুপ স্বাধীনতা স্বৃতি সম্মাননা-২০১৫ পদক ও সনদ প্রদান করা হয়েছে। স্মৃতিতে ২৬ মার্চ ১৯৭১ এর সভাপতি মুক্তিযোদ্ধা মো: শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি আলহাজ্ব মো: আমিরুল কবির চৌধুরি। প্রধান আলোচক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রালয়, পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান, স্মৃতিতে ২৬ মার্চ ১৯৭১ এর সাধারন সম্পাদক গোলাম রাব্বানী খান, অনুষ্ঠানের প্রধান সমন্ময়কারী কবি নুসরাত আরা টুম্পা প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফাকে পদক ও সনদ প্রদান করেন। রবিবার বিকেলে সান্তাহার পৌরসভার হলরুমে ওই কাউন্সিলরকে পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মচারীদের পক্ষ থেকে এক সংবর্ধনাও দেয়া হয়।