পাবনার ফরিদপুরে ৪বছর ধরে জনস্বাস্থ্য প্রকৌশলীর পদ শূণ্য!

ফরিদপুর(পাবনা) সংবাদদাতা : পাবনার ফরিদপুর উপজেলায় দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য প্রকৌশলীর পদটি শূণ্য থাকায় দাপ্তরিক কাজ দারুণভাবে ব্যহত হচ্ছে।
সংশ্লিষ্ঠ অফিস সূত্রে জানাগেছে, ৪বছর ধরে জনস্বাস্থ্য প্রকৌশলীর পদ শূণ্য থাকায় একদিকে দাপ্তরিক কাজ ব্যহত হচ্ছে অন্যদেিক এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ২০১১সালে আব্দুস সাত্তার নামে এক জনস্বাস্থ্য প্রকৌশলী অন্যত্র বদলী হয়ে যাবার পর থেকে ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসাবে সাঁথিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী লিয়াকত হোসেন সপ্তাহে ১দিন ফরিদপুরে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যায়। ফলে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ বিঘিœত হচ্ছে। এমন অবস্থায় এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *