দগ্ধ ৯ জনের মধ্যে চলে গেলেন ২ জন

Magura Boma hamlaঢাকা : মগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় শনিবার রাতে  ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ৯ জনের মধ্যে দুই জন মারা গেছেন। এরা হলেন- রওশন আলী (৩৫) ও  শাকিল আহমেদ (২৮)। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার মালিক গ্রামে।

দগ্ধ অন্যরা হলেন- আরব আলী (২৫), ফারুক আহমেদ (৪০), নাজমুল হোসেন (২৫), ইলিয়াস হোসেন (৩৫), মো. মতিন (৩০), ইয়াদুল ইসলাম (৩৮) ও ট্রাকচালক ইমরান আলী (৫০)।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিষয়ে জাতীয় প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘ মাগুরায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ৯ জনের মধ্যে শনিবার রাত সোয়া ২টার দিকে রওশন আলী মারা যান। এরপর রোববার বেলা ১২টার সময় শাকিল আহমেদ নামের আরেক শ্রমিক মারা গেছেন।’

তিনি বলেন, ‘দগ্ধ শাকিলের শ্বাসনালীসহ শরীরের ৬৫ ভাগ পুড়ে গিয়েছিল। চেষ্টা করেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। তাছাড়া বাকি সাত জনের অবস্থাও আশাঙ্কাজনক।’

গতকাল শনিবার রাত ৮টার দিকে মাগুরা জেলা সদরের মাঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে বালুর ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ওই ট্রাকে থাকা ৯ জন শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ‘জেলা সদরের মাঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে বালুর ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৯ শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *