চুয়াডাঙ্গায় পিসিভি-আইপিভি চালু বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : রবিবার চুয়াডাঙ্গার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নতুন সংযোজিত পিসিভি ও আইপিভি চালু বিষয়ক এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. আজিজুর রহমান।
চুয়াডাঙ্গা নার্সিং ট্রেনিং ইনিষ্টিটিউটে অনুষ্ঠিত এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ্-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. মামুন-উজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম। সভায় শিশুদের নিউমোনিয়া রোগ প্রতিরোধকারী সর্বশেষ আবিষ্কৃত অন্যতম প্রতিষেধক নতুন সংযোজিত পিসিভি ও আইপিভি এর গুণাগুণ, সুফল, পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রয়োগ বিধি বিষয়ক বক্তব্য রাখেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিশেষজ্ঞ ডা.এহ্সানুল হক মাসুম। সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।